স্টাফ রিপোর্ট –
হাজারো জল্পনা-কল্পনার পর অবশেষে মঙ্গলবার রাতে গণভবনে ২য় দফা বৈঠক করে মনোনয়ন বোর্ড প্রার্থী তালিকা চুড়ান্ত করে আসছে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য রাঙ্গামাটির পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে বাছাই করে নেওয়া হয় তরুণ নেতা আকবর হোসেন চৌধুরীকে।
রাঙ্গামাটি পার্বত্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো: মুছা মাতব্বর বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, রাঙ্গামাটি সরকারি কলেজ ও জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার পর বর্তমানে রাঙ্গামাটি জেলা যুবলীগের সভাপতি হিসেবে আকবর হোসেন চৌধুরী দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে বিএনপির প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো। মঙ্গলবার রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভারপ্রাপ্ত মহাসচিব মো: শাহজাহান স্বাক্ষরিত দলীয় মনোনয়ন পত্র ভূট্টোর পক্ষে রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক দীপন তালুকদার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ২০১১ সালের সর্বশেষ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী প্রতিম রায় পাম্পুকে প্রায় দুই হাজার ভোটে পরাজিত করে মেয়র নির্বাচিত হয়েছিলেন তৎকালীন পৌর বিএনপি’র সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো।